চন্ডীগড়, ১৮ ডিসেম্বর (হি.স.): এমএসপি-র আইনি গ্যারান্টি-সহ অন্যান্য দাবিতে বুধবার পঞ্জাবের আন্দোলনরত কৃষকরা রাজ্য জুড়ে প্রায় ৫০টি জায়গায় ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখালেন। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের ঘোষণা করেছেন, বিভিন্ন কিষাণ সমিতির কৃষকরা বুধবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত তিন ঘন্টা রেললাইনে অবরোধ করেন। তিনি বলেন, অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ এবং শুধুমাত্র রেল ক্রসিং এবং স্টেশনগুলিতে হয়েছে। পঞ্জাবে প্রায় ৫০টি স্থানে রেল রোকো বিক্ষোভে থমকে যায় ট্রেন পরিষেবা। পরিস্থিতি মোকাবিলায় ফিরোজপুর এবং আম্বালা রেলওয়ে বিভাগের সমস্ত প্রয়োজনীয় জায়গায় জিআরপি-সহ রাজ্য পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়।