BRAKING NEWS

আম্বেদকরজি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে বিজেপি : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের সমালোচনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কটাক্ষের সুরে রাহুল গান্ধী বলেছেন, আম্বেদকরজি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে বিজেপি। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছেন, “এই মন্তব্য সংবিধানের বিরুদ্ধে। তাঁরা শুরু থেকেই বলে আসছিল যে তাঁরা সংবিধান পরিবর্তন করবে। তাঁরা আম্বেদকর জি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে। তাঁদের একমাত্র কাজ হল সংবিধান এবং আম্বেদকর জির কাজ শেষ করা। পুরো দেশ এটা জানে।”

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-নিয়ে আলোচনায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *