আগরতলা, ১৮ ডিসেম্বর : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দয়ালহরি দেবনাথকে উদয়পুর আদালতে পেশ করে আর.কে.পুর থানার পুলিশ। সামাজিক মাধ্যমে শাসকদলীয় বিধায়ক সহ দলকে কালিমালিপ্ত করার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গতকাল রাতে আর.কে.পুর থানার বিশেষ একটি টিম আগরতলায় অভিযান চালিয়ে দয়ালহরিকে গ্রেফতার করেছে। থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। আজ তাঁকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে উদয়পুর আদালতে প্রেরণ করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, দয়ালহরি দেবনাথ সামাজিক মাধ্যমে শাসকদলীয় বিধায়ক সহ দলকে কালিমালিপ্ত করার জন্য একাধিক অপপ্রচার চালিয়েছিল। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে এক বিজেপি কর্মী আর.কে.পুর থানায় মামলা দায়ে করে। ওই মামলার ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।