নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): আম্বেদকর বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোণঠাসা করতে চাইছে বিরোধীরা। এ বার ময়দানে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বি আর আম্বেদকরকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধীদের সমালোচনায় সরব হলেন মোদী ৷
তিনি লেখেন, কংগ্রেস যদি মনে করে বিদ্বেষপূর্ণ আচরণ করে বাবাসাহেবের প্রতি তাদের দীর্ঘদিনের অপমানকে আড়াল করতে পারবে তাহলে ভুল ভাবছে ৷ মানুষ জানে, বংশপরম্পরায় চলে আসা একটি রাজনৈতিক দল কীভাবে ডঃ আম্বেদকরের অস্তিত্ব মুছে ফেলতে, সর্বোপরি তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অপমান করেছে ৷ তিনি আরও বলেন, বাবাসাহেব আম্বেদকরের দেখা স্বপ্ন পূরণ করতে তাঁর সরকার নিরলস পরিশ্রম করছে। তা সে ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বার করা হোক বা এসসি, এসটি অ্যাক্ট আরও জোরালো করা। প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য আমাদের সরকার স্বচ্ছ ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্প এনেছে বলেও জানান তিনি।
আম্বেদকরের সম্মানে পাঁচটি স্থানকে পঞ্চতীর্থ হিসেবে গড়ে তোলার প্রসঙ্গও তুলে ধরেন মোদী। দিল্লির আলিপুর রোড যেখানে বিআর আম্বেদকর জীবনের শেষ বছরগুলি কাটিয়েছিলেন সেই জায়গাটিও সংস্কার করা হয়েছে, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন মোদী। লন্ডনে যে বাড়িতে তিনি থাকতেন তাও সরকার অধিগ্রহণ করেছে, উল্লেখ করেন তিনি। মোদীর সংযোজন, বাবাসাহেব আম্বেদকরের জন্য আমাদের শ্রদ্ধা যথার্থ।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায়। তাঁর এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ৷ বিরোধিতায় সরব হয় কংগ্রেস ৷ আম্বেদকরকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ৷ তিনি বলেন, দেশের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া অংশের জনগণ, সংখ্যালঘু ও গরিবদের জন্য বাবাসাহেব আম্বেডকর ভগবানের চেয়ে কম কিছু নন। এই বিষয়টিকে সামনে রেখেই অমিত শাহকে কোণঠাসা করতে চেয়ে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা।
কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় বক্তৃতার সময় ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান করেছেন। এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। হাতে আম্বেদকরের ছবি নিয়ে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।