আগরতলা, ১৮ ডিসেম্বর: সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীকারীরা হামলা চালিয়েছে। তাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ওই ঘটনায় কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানিপুর গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুয়াটিলা তিন কিলোমিটার সড়ক নির্মাণের বরাত পায় কৈলাশহর স্থিত মাহি কনস্ট্রাকশন নামক এক ঠিকাদারি সংস্থা। বরাত পাওয়ার পর থেকে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্থানে ক্যাম্প গঠন করা হয়েছে। তাতে প্রায় ২০ থেকে ২৫ দিন যাবত ইট ভাঙ্গার কাজ করছে প্রায় ১৫ জন শ্রমিক।
কিন্তু অভিযোগ, গত সোমবার রাত আনুমানিক নয়টায নাগাদ হঠাৎই একদল দুষ্কৃতি ভাঙচুর চালায় ক্যাম্পে। পাশাপাশি, কাজ বন্ধ করে দেওয়ার জন্য তাঁদের হুমকি দেয়। তাঁদের আরও অভিযোগ, সেখানে থাকা শ্রমিকদের ও মারধর করেন। কিন্তু ঘটনায় জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি শ্রমিকরা। পরদিন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছেন সংস্থার সাব ঠিকেদাররা এবং বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবে বলে জানায়। ওই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।