নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে বুধবারও উত্তাল হল সংসদ। তুমুল হইহট্টগোলের কারণে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নাম কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। ফলে ভালোভাবে কাজ চালানো যাচ্ছিল না।
তুমুল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু’টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, একই অচলাবস্থা বজায় থাকে। তাই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়, একই কারণে রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেওয়া হয়েছে। ফের উভয়কক্ষের অধিবেশন বসবে ১৯ ডিসেম্বর, বেলা এগারোটা নাগাদ।