নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাঁর পদ থেকে ইস্তফা দাবি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, “তিনি বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানকে অপমান করেছেন। মনুস্মৃতি এবং আরএসএস-এর প্রতি তাঁর আদর্শ স্পষ্ট করে যে, তিনি বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সম্মান করতে চান না।”
উল্লেখ্য, বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় বক্তৃতার সময় ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান করেছেন। এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। হাতে আম্বেদকরের ছবি নিয়ে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। খাড়গে এদিন আরও বলেছেন, “আমরা অমিত শাহের বক্তব্যের নিন্দা করছি এবং তাঁর পদত্যাগ দাবি করছি। দেশের মানুষের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত, তাঁর পদত্যাগ করা উচিত।”
খাড়গে আরও বলেছেন “অমিত শাহ যখন ডঃ বি আর আম্বেদকরের কথা বলছিলেন, তিনি বলেছিলেন ‘আপনারা আম্বেদকরের নাম ১০০ বার জপ করতে থাকুন, যদি এতবার ঈশ্বরের নাম নিতেন, আপনারা ৭ বার স্বর্গে যেতেন’। এর মানে বাবা সাহেব আম্বেদকরের নাম নেওয়া অপরাধ এবং তাঁর উদ্দেশ্য ছিল বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধানের বিরোধিতা করা।”