আগরতলা, ১৮ ডিসেম্বর : মানুষ চিনতে ভুল করেছি একসময়, এমন ভুল যেন আগামী দিনগুলোতে না হয়। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির আয়োজিত রাজভবন অভিযানের সভায় শাসক দলকে কটাক্ষ করে এই মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর দাবি, দুর্নীতি আজ সারা দেশ জুড়ে এক শিল্পের আকার ধারণ করেছে।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান আগরতলা সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় এসে শেষ হয় এবং সেখানে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশের সাথে অভিযানকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
এদিকে সভায় দলের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ রাখেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, মণিপুরে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার যথার্থ ভূমিকা নিচ্ছেন না। ওই রাজ্যের শাসন ব্যবস্থা বদল হলেও, রাষ্ট্রপতি শাসন শুরু হলেও মণিপুরে এই আগুন আর থামবে বলে মনে হচ্ছে না। এটা প্রত্যেক ভারতীয়ের কাছে একটি চিন্তার বিষয়।
তিনি আরো বলেন, বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকারের একটাই প্রকল্প, সেটা হল ভারত খোদাই প্রকল্প। সারা ভারত জুড়ে মসজিদগুলো খোদাই করার অভিযান চলছে। এটা শুধুমাত্র দেশের ৮০ শতাংশ হিন্দু ধর্মাবলম্বীদের থেকে ভোটের লাভ পাওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে।
কংগ্রেস বিধায়ক বর্তমান সরকারের প্রতি উষ্মা প্রকাশ করে বলেন, দুর্নীতি আজ সারা দেশ জুড়ে এক শিল্পের আকার ধারণ করেছে। রাজ্য তথা দেশ জুড়ে বিজেপির সকল নেতা শুধু পয়সা উপার্জনের জন্য রাজনীতি করছে, কিন্তু কংগ্রেস দল এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়।
তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে আসার পর থেকে এখন পর্যন্ত তিনি কোনো দুর্নীতির সাথে জড়িত হননি। তাই সিবিআই অথবা ইনকাম টেক্স তাঁর বিরুদ্ধে কিছু করতে পারবে না।
তিনি তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেন, আর কতদিন বোকা বনে থাকবেন আপনারা। শাসক দল শুধু ভোট পাওয়ার লোভে তিপ্রাসাদের সাথে রেখেছে। মৌ সাক্ষরের মেয়াদ সেপ্টেম্বরে শেষ হয়ে গেলেও এখনো শিকার তিপ্রাসাদের জন্য কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।