নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। বুধবার সকালে দিল্লিতে ফের ৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে পারদ। সকাল ৮টা নাগাদ তাপমাত্রা বেড়ে ৬ ডিগ্রিতে পৌঁছয়। আর ৯টায় সফদরজং-এ ৭.৬ ডিগ্রি ও পালমে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বুধবার সকালে দিল্লিতে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার দাপটও ছিল। দিল্লির কালিন্দী কুঞ্জ, বারাপুল্লা প্রভৃতি এলাকা ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। দিল্লির পাশাপাশি কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে রাজস্থান এবং উত্তরাখণ্ডেও। হরিদ্বারে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।