হায়দরাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.): অটো চালকদের জন্য সুবিচার চেয়ে এবার রাস্তায় নামল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। অটো চালকদের সুবিচারের দাবিতে, অটো চালকদের পোশাক পরেই বিআরএস-এর কার্যকরী সভাপতি কে টি রামা রাও-এর নেতৃত্বে বিআরএস বিধায়করা বুধবার সকালে হায়দরাবাদের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তেলেঙ্গানার রেভন্থ রেড্ডি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।
কে টি রামা রাও অটোও চালান। তিনি বলেন, “আমাদের দাবি হল, সরকার যেন নিজস্ব কথা রাখে, অটোরিক্সা চালকদের জন্য যেন একটি কল্যাণ বোর্ড গঠন করে, প্রতি মাসে ১২ হাজার টাকা এবং বীমা প্রদান করে। নির্বাচনী ইস্তেহারে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা যেন অবিলম্বে পূরণ করা হয়।”