নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): দিল্লির প্রবীণদের জন্য বড় ঘোষণা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির প্রবীণদের জন্য ‘সঞ্জীবনী কবচ’ নিয়ে আসছে আম আদমি পার্টি। বুধবার অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, সঞ্জীবনী প্রকল্পের অধীনে ৬০ বছর অথবা তার বেশি বয়সী প্রবীণরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। চিকিৎসা চলাকালীন খরচের কোনও সীমা থাকবে না। দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।
কেজরিওয়াল দিল্লিবাসীকে আশ্বস্ত করে বলেছেন, “দিল্লির প্রবীণরা চিন্তা করবেন না, আপনাদের ছেলে কেজরিওয়াল এখনও বেঁচে আছেন। আমরা ৬০ বছর বা তার বেশি বয়সী বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প নিয়ে আসছি। এর অধীনে, দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা করা হবে।”