লখনউ, ১৮ ডিসেম্বর (হি.স.): বাবা সাহেবের নামে রাজনৈতিক লাভ তোলার পরিবর্তে উচিত তাঁকে সম্মান জানানো। আম্বেদকর নিয়ে চলতি বিতর্কে এবার মুখ খুললেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) জাতীয় সভাপতি ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।
কংগ্রেস-সহ অন্যান্য দলের উদ্দেশে তিনি বলেন যে, এই দলগুলোর যে ঈশ্বরই থাকুক না কেন, তা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য একমাত্র ঈশ্বর হলেন বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকর। তাঁর জন্যই দলিত ও অনগ্রসর শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত হয়েছে। তাই দলিত ও অনগ্রসর শ্রেণীর মানুষের প্রতি কংগ্রেস, বিজেপি-সহ অন্যান্য দলগুলোর ভালোবাসা মেকি। তাদের দ্বারা দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের কল্যাণ অসম্ভব। তাদের লোকদেখানো বিষয় বেশি, কিন্তু কাজ কম। তিনি এও বলেন, বহুজন সম্প্রদায় এবং এই মহাপুরুষরা কেবল বিএসপি সরকারেই যথাযথ সম্মান পেয়েছেন।
উল্লেখ্য, সংবিধানের ৭৫ বছরের বর্ষপূর্তী উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ৷ তাঁর এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ৷ বিরোধিতায় সরব হয় কংগ্রেস ৷ আম্বেদকরকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ৷ তিনি বলেন, “দেশের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া অংশের জনগণ, সংখ্যালঘু ও গরিবদের জন্য বাবাসাহেব আম্বেদকর ভগবানের চেয়ে কম কিছু নন ।” রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই কারণেই মুখ খুললেন মায়াবতী।