আগরতলা, ১৬ ডিসেম্বর : রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করা সহ পাঁচ দফা দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সামনে দুই ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের গন অবস্থান। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
এদিন সংগঠনের এক কর্মী জানিয়েছেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় নি রাজ্য সরকার। তাঁরা সরকারি আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। তাছাড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে জনগণকে ঘর তোলার জন্য যে টাকা দেওয়া তা অনেক কম দেওয়া হয়। এই টাকা দিয়ে ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তাই ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের তরফ থেকে রাজ্য সরকারের নিকট পাঁচ দফা দাবি জানানো হয়েছে।
দাবিগুলো হল, রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ, দৈনিক মজুরি ৬০০ টাকা করা, সকল ভূমিহীন ও গৃহহীনদের ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করা, গোটা দেশে আদিবাসি মহিলাদের উপর সামাজিক নির্যাতন বন্ধ করা সহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।
এদিকে, আজ পাঁচ দফা দাবিতে ত্রিপুরার ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অফিসটিলার সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে গণ অবস্থান ও মিছিল করা হয়েছে। এদিনে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির সভাপতি প্রদেশ রায়, সিপিআইএম বিশালগড় মহকুমার কমিটির সম্পাদক পার্থ প্রতি মজুমদার সহ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির কর্মীরা। বিশালগড় থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিশালগড় অফিসটিলা বাজারে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মিছিল সংঘটিত করা হয়।