সোনামুড়া, ১৬ ডিসেম্বর : রাজ্যের গ্রামীন এলাকায় রাস্তার পাশে প্রশাসনের পক্ষ থেকে যে সোলার লাইট বসানো হয়েছিল সেগুলির অধিকাংশই নষ্ট। কিন্তু সোলারগুলো ঠিক করার ক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে কোন হেলদোল নেই। তাই সোলার লাইট থাকলেও এর সুবিধা ভোগ করতে পারছেন না জনগণ।
প্রসঙ্গত, সোনামুড়ার বেশ কিছু এলাকায় মানুষের সুবিধার জন্য, বিশেষত রাতে মানুষ যাতে নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে, এছাড়াও গ্রামের গুরুত্বপূর্ণ বাজার, একাধিক মোড়ে এই সোলারগুলি লাগানো হয়েছিল। কিন্তু বর্তমানে মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত, উরমাই গ্রাম পঞ্চায়েত, তেল কাজলা গ্রাম পঞ্চায়েত, গ্রানতুলি গ্রাম পঞ্চায়েত, ও দশরথবাড়ি এডিসি ভিলেজের অধিকাংশ সোলার লাইটগুলি বিকল হয়ে রয়েছে।
কলমখেত গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ সোলার লাইট নষ্ট। এ নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের কথায়, সোলার লাইটগুলি লাগিয়ে মানুষ যখন কোনো সুবিধা পাচ্ছে না, এর থেকে এগুলো খুলে রেখে দেওয়া অনেক ভালো ছিল।
সোনামুড়ার পঞ্চায়েতগুলো নষ্ট সোলার লাইটগুলি ঠিকঠাক করে মানুষের সুবিধার জন্য ব্যবস্থা করবে কিনা এটা এখন লাখ টাকার প্রশ্ন।