বিশালগড়, ১৫ ডিসেম্বর : চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায় চালকের মাথায় হেলমেট না থাকায় চলন্ত বাইকে পুলিশের লাঠিচার্জ করেছে। এতে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামী বাইকের ধাক্কা লাগে বাইসাইকেলে। আহত হয়েছেন বাইক চালক সহ বাইসাইকেল চালকও। বর্তমানে উভয়েই জিবি হাসপাতালে চিকিৎসারত।
ঘটনার বিবরণে জানা গেছে, চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায় বেশ কিছুদিন ধরে চেকিংয়ের জন্য বসছে পুলিশ। আজ পুলিশ চেকিংয়ের সময় এক বাইক আরোহী সেই পথ দিয়ে যাচ্ছিল। তার মাথায় হেলমেট না থাকায় জনৈক পুলিশ কর্মী দ্রুতগামী বাইকে লাঠির আঘাত করে। এতে চালক ভারসাম্য হারিয়ে অন্যদিকে থেকে আসা বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে আহত হন বাইক চালক সহ বাইসাইকেল চালকও।
পুলিশের এহেন কার্যকলাপে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। চলতি বাইকে লাঠির আঘাত করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন তাঁরা।
আহতদের উদ্ধার করতে অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয়। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের অবস্থা গুরুতর দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।