আগরতলা, ১৫ ডিসেম্বর : রবিবার সকালবেলায় মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন দেশের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। মাতাবাড়িতে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। মাতাবাড়িতে শিল্পীকে দেখতে আসেন অনেকেই।
প্রসঙ্গত, রাজ্য সরকারের আমন্ত্রণে রাজ্যবাসীদের বিনোদনের উদ্দেশ্যে শনিবার ত্রিপুরা সফরে আসেন প্রখ্যাত সংগীত শিল্পী। রবিবার গায়িকা উদয়পুরে মাতাবাড়িতে পরিদর্শনে যান। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ ত্রিপুরা পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর শ্রেয়াকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন।
এদিন শিল্পীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। শিল্পীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা মাতাবাড়িতে শিল্পীকে দেখতে আসা লোকজনকে ভিডিও কিংবা ছবি তুলতে দেয়নি, যা ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। শিল্পীকে দূর থেকে কেউই ক্যামেরাবন্দি করলেই মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে তাঁর সঙ্গে থাকা সিকিউরিটি গার্ড। তাতে উপস্থিত জনগণের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়েছে।