আগরতলা, ১৫ ডিসেম্বর : মর্যাদাপূর্ণ জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার ২০২৪ -এ চার রাজ্যের গ্ৰুপে প্রথম স্থান পেলো ত্রিপুরা। এর পাশাপাশি, শক্তি সংরক্ষণের উপর জাতীয় চিত্রকলা প্রতিযোগিতার গ্রুপ-বি বিভাগে প্রথম পুরস্কারের গৌরব অর্জন করেছে রাজ্য। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এই প্রতিযোগিতার আয়োজন করে। নিপকো (এন. ই. ই. পি. সি. ও)র এক প্রেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে।
আগরতলার ভবন’স ত্রিপুরা বিদ্যামন্দিরের দশম শ্রেণির ছাত্র রিতেশ গুহ রায় সর্বভারতীয় এই চিত্রকলা প্রতিযোগিতার গ্রুপ বি (ক্লাস ৮-১০) বিভাগে প্রথম পুরস্কার পুরস্কার লাভ করে । দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা হলেন গুয়াহাটি (অসম)-র গুরুকুল গ্রামার সিনিয়র সেকেন্ডারি স্কুলের মিস নিষ্ঠা প্রিয়ম শর্মা (নবম শ্রেণী) এবং হিমাচল প্রদেশের সিমলার সেন্ট এডওয়ার্ডস স্কুলের রুদ্রাংশ জিন্দাল (দশম শ্রেণী)।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪-এর শনিবার জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উপলক্ষে শক্তি সংরক্ষণ ২০২৪-এর জাতীয় চিত্রকলা প্রতিযোগিতার বিজয়ীদের সম্মানিত করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় বিদ্যুৎ ও নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রীপদ ইয়েসো নায়েক, বিদ্যুৎ মন্ত্রকের সচিব এবং মন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপকো-র সিএমডি গুরদীপ সিং, মেজর জেনারেল আর কে ঝা, এ. ভি. এস. এম (অবসরপ্রাপ্ত), ডিরেক্টর (পি) এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের তত্ত্বাবধানে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি শক্তি সংরক্ষণের উপর এই জাতীয় চিত্রকলা প্রতিযোগিতার আয়োজন করে। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরাম এই চারটি রাজ্যে রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতা পরিচালনা করে নিপকো । সারা দেশে প্রায় ৭০ লক্ষ ছাত্রছাত্রীএই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিপকো-র ডিরেক্টর (পি) মেজর জেনারেল আর. কে ঝা এবং সিএমডি শ্রী গুরদীপ সিং বিজয়ীদের এবং চারটি রাজ্যের প্রতিনিধিত্বকারী সমস্ত অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।