করাচি, ১৫ ডিসেম্বর (হি.স.): আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফান অবসর নিলেন।
গত শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা করেছিলেন স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আর শনিবার ইমাদের পথ অনুসরণ করলেন তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিনিও জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয়বারের মতো।
শনিবার রাতে একই ঘোষণা করেছেন আরেক বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফানও। ৪২ বছর বয়সী ইরফান প্রথম এ ধরনের ঘোষণা করলেন। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের তিন ক্রিকেটার জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলেন।
বাঁহাতি এই পেসার পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১০৯টি।