BRAKING NEWS

চন্ডিপুরে ব্লকের সিঙিরবিল ইংলিশ মিডিয়াম স্কুলে মেগা আইনি শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ডিসেম্বর:
চন্ডিপুরে ব্লকের সিঙিরবিল ইংলিশ মিডিয়াম স্কুলে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগ রবিবার মেগা আইনি শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতা ছিল জেলা ও মহকুমা প্রসাশন।শিবিরে বিভিন্ন সরকারী দপ্তরের স্টল খোলা হয়।

এই দপ্তর থেকে এস সি/এস টি/ও বি সি/ম্যারেজ/পি আর টি সি/ইত্যাদি সার্টিফিকেট দেওয়া হয়।১৯টাসরকারী দপ্তরের স্টল খোলা হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ সুদীপ্তা চৌধুরী ও অন্য জজ গন ছিলেন জেলা শাসক দীলিপ চাকমা ওএস ডি এম প্রদীপ সরকার। শিবিরে আঁধার কার্ড এর এনরোলমেন্ট করা হয়।ডি আই সি থেকে ই রিক্সার প্রদান করা হয় কয়েক জন কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *