BRAKING NEWS

ভারতীয় সংবিধান ও গণতন্ত্রের সৌন্দর্য দেশের অগ্রগতির জন্য অপরিহার্য : মায়াবতী

লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সংবিধান ও গণতন্ত্রের সৌন্দর্য দেশের অগ্রগতির জন্য অপরিহার্য। জোর দিয়ে বললেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। রবিবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, “ভারতীয় সংবিধানের ৭৫ বছরের গর্বিত যাত্রা নিয়ে সংসদে আলোচনা চলছে। এই আলোচনার গুরুত্ব ও উপযোগিতা তখনই সম্ভব, যখন এটি খোলা মনে মেনে নেওয়া হবে যে শাসক পক্ষ কর্মসংস্থান দিতে সক্ষম হয়েছে কিনা, এছাড়াও মানবিক সংবিধানের পবিত্র অনুভূতি অনুযায়ী দেশের কোটি কোটি মানুষের ন্যায়বিচার ও আত্মমর্যাদার জীবন প্রদান।”

মায়াবতী আরও বলেছেন, “সংবিধান এবং গণতন্ত্রের সৌন্দর্য দেশ এবং দেশের জনগণের অগ্রগতির জন্য অপরিহার্য, এটি একটি উন্নত দেশ হওয়ার জন্য একটি প্রধান মানদন্ডও। এটা স্পষ্ট যে উত্তরটি ‘না’ হওয়ায় শাসক পক্ষ মনোযোগ সরিয়ে নেবে। কিন্তু এটা মেনে নিতে হবে যে এতদিন দেশ শাসন করা দলগুলি যদি সংবিধান সমুন্নত রাখার ক্ষেত্রে সত্যিকারের নিষ্ঠা, সততা ও দেশপ্রেম দেখাতো তাহলে দেশের অবস্থা এতটা খারাপ হতো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *