নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর:
অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনীয়ার্স অব ত্রিপুরা (এএসএসইটি)-র বার্ষিক সাধারণ সম্মেলন উপলক্ষে আজ সুকান্ত একাডেমিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু বলেন, রক্তদান শুধুমাত্র একটি দান নয়। রক্তদানের মাধ্যমে মানুষের জীবনের অন্তনির্হিত মূল্য ও মর্যাদাকেও স্বীকার করা হয়। এই রক্তদান সামাজিক দায়বদ্ধতার এক অনস্বীকার্য উদাহরণ।
অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এই রক্তদান শিবির আয়োজন করার জন্য এএসএসইটিকে ধন্যবাদজ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন আগামীদিনে এই ধরণের কর্মসূচির আরও আয়োজন করা হবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, রক্তদানের মাধ্যমে রক্ত গ্রহীতা যেমন উপকৃত হয় তেমনি রক্তদাতাও উপকৃত হয়। তিনি ভবিষ্যৎ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রাজ্যব্যাপী রক্তদাতাদের একটি সামগ্রিক তালিকা তৈরি করার উপর গুরুত্বারোপ করেন। এতে প্রয়োজনের সময় দুষ্প্রাপ্য গ্রুপের রক্ত পেতে সহায়ক হবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব সন্দীপ আর রাঠোর, মুখ্যমন্ত্রীর ওএসডি ইঞ্জিনীয়ার পি সরকার ব্যানার্জি, অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনীয়ার্স অব ত্রিপুরার সম্পাদক সোনারঞ্জন দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসএসইটি’র সভাপতি ইঞ্জিনীয়ার মিহিরকান্তি গোপ।