পুঞ্চ, ১২ ডিসেম্বর (হি.স.): আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিল ওই ব্যক্তি। জম্মু ও কাশ্মীরে পুঞ্চে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম – সালিক।
বৃহস্পতিবার সকালে পুঞ্চ পুলিশ জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। সে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।