লখনউ, ১০ ডিসেম্বর (হি. স.) : হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রকাশ শুক্লা মঙ্গলবার সকালে লখনউ বিমানবন্দরে পৌঁছন। তিনি সেখান থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই সময় শহীদ পথের কাছে তাঁর কনভয়ে থাকা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুই থেকে তিনটি গাড়ির ধাক্কায় গাড়িতে থাকা দুই কর্মী আহত হন। যাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে।
শহীদ পথ হয়ে রাজভবনের দিকে যাওয়ার সময় আচমকা আগের গাড়িটি ব্রেক কষায় দ্বিতীয় ও তৃতীয় গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের সরোজিনী নগরের কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে, যেখানে বিভোর নামে এক কর্মী সামান্য আঘাত পেয়েছেন। আরও একজন সামান্য আহত হয়েছেন। ঘটনার পর রাজ্যপাল শিবপ্রকাশ শুক্লা দুর্ঘটনাস্থল ছেড়ে রাজভবনে পৌঁছন। এর পরে রাজ্যপাল আহত কর্মীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।