কৈলাসহর, ১০ ডিসেম্বর : কৈলাসহরে ১৯৯ নং বিএসএফ এবং ৪৬ নং বিজিবি ‘র কোম্পানি কমান্ডার পর্যায়ে এক বৈঠকে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাবালিকাকে তার দেশে ফেরৎ পাঠানো হলো।ঘটনা সোমবার রাতে কৈলাসহর সীমান্তে।
বিবরণে প্রকাশ, গত রবিবার কৈলাসহরের মাগুরুলী সীমান্তে ওপার থেকে বে-আইনীভাবে কিছু লোক প্রবেশের চেষ্টা করে। কিন্তু বিএসএফ সক্রিয় হলে টাউট সহ বাংলাদেশীরা সীমান্ত অতিক্রম না করে ওপাড়ে চলে যেতে সক্ষম হয়। কিন্তু ১৫ বছরের এক নাবালিকা সীমান্ত অতিক্রম করে এপাড়ে চলে আসায় সে ধৃত হয়। অনুপ্রবেশকারী ঐ নাবালিকার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার চান্দপুরে।
জিজ্ঞাসাবাদে সে জানায়, কৈলাসহরের উত্তরাঞ্চলের বাবুর বাজারে সে নানীর বাড়ী তথা মামার বাড়ী বেড়ানোর জন্য এপাড়ে আসে। সে আরো জানায়, ২০১৪ সালে বে-আইনীভাবে সে বাবুরবাজারে এসে ২০/২৫ দিন থেকে গেছে। ২০১৯ সনে এসে প্রায় দুই বছর এপাড়ে থেকেছে।
সে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে। তার মামা’কে বাবা দেখিয়ে ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড করে নিয়েছে। এপাড়-ওপারের আদম ব্যাপারী তথা টাউটরা মানুষ পারাপারে যে বল্গাহীনভাবে সক্রিয় তা তার কথায় বি,এস,এফ নিশ্চিত হয়েছে এবং কিছু নামধাম ইত্যাদি সংগ্ৰহ করতে পেরেছে।
গতকাল সোমবার বিএসএফ ও বিজিবি’র মধ্যে টেলিফোনে প্রথমে কথা হয় । পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হয় জিরো পয়েন্টে। অনুপ্রবেশকারী নাবালিকা’র মায়ের কাছে নাবালিকাকে সমর্পণ হয়েছে নির্বিঘ্নে তবে বাংলাদেশী নাবালিকাটি অনেক তথ্য বিএসএফের কাছে দিয়েছে যা রীতিমতো উদ্বেগের। বিএসএফ নাবালিকাটির জবানবন্দি অনুযায়ী আইনানুগ কাজ শুরু করেছে বলে অ-সমর্থিত সূত্রের খবর।