আগরতলা, ৭ ডিসেম্বর: রাজ্যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। প্রতিটি বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেছেন এনএসইউআই-র রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল। পাশাপাশি, ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তিনি। ।
এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এবিষয়ে এনএসইউআই-এর তরফ থেকে বিভিন্ন কলেজে ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। প্রতিটি শিক্ষকের দাবিতে পড়ুয়ারা রাস্তায় আন্দোলনে নামছে। তাছাড়া, তাদের আরও অভিযোগ, শিক্ষকের অভাবে অনেক বিদ্যালয় বন্ধ হয়ে পড়ছে। তাই ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে এনএসইউআই।
এদিন তিনি আরও বলেন, দুর্ভাগ্যের বিষয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই।

