আগরতলা, ৪ ডিসেম্বর : পুষ্পবন্ত প্রাসাদ ইস্যুতে রাজ্য পালের দ্বারস্থ হলো টিএসএফ। বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করেছেন টিএসএফের নেতৃত্বরা।
এদিন টিএসএফ নেতৃত্বরা বলেন, পুষ্পবন্ত প্রাসাদকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে চাইছি সরকার। এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তারা। পুষ্পবন্ত প্রাসাদ কে ছেড়ে অন্য জায়গায় এই হোটেল নির্মাণ করা হোক, এমনটাই দাবি টিএসএফ নেতৃত্বদের।