আগরতলা, ৩ ডিসেম্বর : গৌরনগর ব্লকের বিডিও-এর উপর শাসক দলের পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ বেশ কয়েকজন অকথ্য গালিগালাজ ও শারিরীক নিগ্রহের চেষ্টা করেন। এমনটাই অভিযোগ তুলে কৈলাসহর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিডিও প্রণয় দাস।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সাড়ে তিনটে নাগাদ ইমরান হোসেন, সুন্দর আলী, সাদ্দাম হোসেন, সুবীর আলী, মফিক আলী, সোহেল মিয়া, আলকাস মিয়া কোনো পূর্বসূচনা ছাড়াই গৌরনগর ব্লকের বিডিও- ঘরে ঢুকে পড়েন। তারা প্রবেশের সাথে সাথে ইমরান হোসেনের নেতৃত্বে ব্যক্তিরা চিৎকার শুরু করে এবং বিডিও-কে শারীরিক ক্ষতি করার হুমকি দেয়। পাশাপাশি তাকে অকথ্য গালিগালাজ করেন।
তাই আজ ইমরান হোসেন সহ ছয়জনের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা দায়ের করলেন বিডিও প্রণয় দাস।