BRAKING NEWS

ভারত ও বাংলাদেশের সম্পর্ক বিস্তৃত ও বহুমুখী, একে একটি ইস্যুতে কমানো যায় না, ঢাকায় বলেছেন ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩ ডিসেম্বর (হি.স.) : ভারত ও বাংলাদেশের সম্পর্ক বিস্তৃত ও বহুমুখী, একে একটি ইস্যুতে হ্রাস করা যায় না, আজ মঙ্গলবার ঢাকায় বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

গতকাল আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয় চত্বরে সংঘটিত ঘটনার পর কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থিতিশীলতার লক্ষ্যে আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রক তলব করেছিল প্রণয় ভার্মাকে। সে অনুযায়ী আজ বিকাল ৪:০০টায় তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেছেন।

পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে বাইরে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হলে প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের শক্তির ওপর জোর দিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এটা (বৈঠক) আমাদের নিয়মিত বিনিময়ের একটি অংশ ছিল। বাংলাদেশের সাথে আমাদের এমন বিস্তৃত এবং বহুমুখী সম্পর্ক রয়েছে, যা কোনও একটি ইস্যু বা ঘটনায় কমানো যায় না।’

পারস্পরিক সহযোগিতার প্ৰসঙ্গে ভার্মা যোগ করেন, ‘আমরা একটি ধ্রুবক, স্থিতিশীল এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে অবস্থান করছি। সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক গতি বজায় রেখে চলেছি। প্রতিবেশি উভয় রাষ্ট্রকে স্ব-স্ব আন্তঃনির্ভরশীলতা এবং তাদের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে উপকৃত করাই আমাদের লক্ষ্য।’

দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির দিকেও ইঙ্গিত করেছেন, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় পণ্যের মতো ক্ষেত্রগুলিতে ইতিবাচক ডেভেলপমেন্টগুলিকে উৎসাহিত করতে যৌথ প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত।

প্রণয় ভার্মা বলেন, আগরতলায় সংঘটিত অনভিপ্ৰেত ঘটনার পর ভারত সরকার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং সারা দেশে অন্যান্য কূটনৈতিক প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *