গুয়াহাটি, ৩ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্ৰের মোদী সরকারের ভুল বিদেশ নীতির জন্যই বহিঃরাষ্ট্ৰগুলিতে ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি হিন্দু সম্প্ৰদায়ের মানুষজন আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভুল বিদেশ নীতির সমালোচনা করে আজ মঙ্গলবার কামরূপ মহানগর জেলাশাসকের কাৰ্যালয় ঘেরাও করেছে অসম প্ৰদেশ কংগ্ৰেস।
শতাধিক কংগ্ৰেস নেতা-কৰ্মী আজ সকাল ১১টায় হেঙেড়াবাডিতে অবস্থিত কামরূপ মহানগর জেলাশাসকের কাৰ্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়ে বিদেশ মন্ত্ৰী এস জয়শংকরের কুশপুত্তলিকা দাহ করে ‘বিজেপি সরকার হায় হায়’ স্লোগান দিয়েছেন। কংগ্ৰেসের নেতা-কৰ্মীরা ‘বাংলাদেশে হিন্দু ভাইবোনদের নিরাপত্তা দাও’, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর উৎপীড়ন চলবে না’, প্রতিবেশী রাষ্ট্ৰের হিন্দুদের সুরক্ষিত করো’ প্রভৃতি স্লোগান দিতে দিতে জেলাশাসকের কাৰ্যালয় চত্বরে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশ নিরাপত্তা বাহিনী তাদের আটকে দেয়।
কংগ্ৰেস নেত্ৰী মীরা বড়ঠাকুর, বিপুল গগৈ, রামান্না বরুয়া, রাজেশ জোশি, গোপাল শৰ্মা, বালিকা পেগু, রূপা দেউরি, বেদব্ৰত বরা প্ৰমুখ নেতাদের নেতৃত্বে কংগ্ৰেস কৰ্মী-সমর্থকরা বহু সময় ‘বিজেপির সাম্প্ৰদায়িক রাজনীতি’র বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। আজকের প্রতিবাদী কর্মসূচিতে প্ৰদেশ কংগ্ৰেসের উপ-সভাপতি গুণকান্ত গগৈ, সাধারণ সম্পাদক উদয়ভানু দাস, সম্পাদক উমেশ ডেকা, সেবাদলের সভাপতি দীপ বায়ন, এপিসিসির মিডিয়া সেলের সমন্বয়ক দীপজ্যোতি শহরিয়া প্ৰমুখ বহুজন অংশগ্ৰহণ করেছেন।