নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর মঙ্গলবার (৩ ডিসেম্বর) একদিনের সফরে মুম্বই যাচ্ছেন। সোমবার উপরাষ্ট্রপতির সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইসিএআর–সিআইআরসিওটি –এর প্রতিষ্ঠা দিবসের শতবর্ষ উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর।