আগরতলা, ২ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশী নাগরিকদের জন্য সাময়িকভাবে হোটেল এবং রেস্তোরাঁয় পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিল ত্রিপুরা হোটেল এবং রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন। আজ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে।
এবিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যন্যার্জী বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশী নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে, যারা পূর্বে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদেরকে শুধু থাকতে দেওয়া হবে। অন্যথা অন্যদের পরিষেবা দেওয়া হবে না। তাছাড়া, সাময়িককালের জন্য প্রত্যেক রেস্তোরাঁয় সামনে স্টিকার লাগানো হবে বাংলাদেশীদের ঢুকতে দেওয়া হবে না।