আগরতলা, ২ ডিসেম্বর: রাজ্যের আপামর কৃষকদের অর্থনৈতিক মান উন্নয়নে লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা সরকার। আজ মহাকরণে এক বৈঠকে
একথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
এদিন শ্রীনাথ বলেন, খারিফ মরসুমে উৎপাদিত ধান ক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আজ মহাকরণের ভিডিও কনফারেন্স হলে বৈঠকের আয়োজন করা হয়েছে। আজকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, বিভিন্ন মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট গণ, বিভিন্ন ব্লকের বিডিও, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক করা হয়েছে।
তাঁর কথায়, ওই বৈঠকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কৃষক বন্ধু সরকারের প্রতিটি সিদ্ধান্ত এ রাজ্যের আপামর কৃষকদের অর্থনৈতিক মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।