BRAKING NEWS

চুরি যাওয়া বাইক উদ্ধার,  ধৃত ১

আগরতলা, ২ ডিসেম্বর : লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকা থেকে চুরি যাওয়া বাইক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

সম্প্রতি লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকা থেকে টি আর ০১ এ এইচ ৫৩১৬ নম্বরের একটি পালসার বাইক চুরি হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হয় সিধাই থানাধীন গোপাল নগরের অসীম দেবনাথের বাড়ি থেকে। গ্রেফতার করা হয় বাড়ির মালিক  অসীম দেবনাথকে। 

লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান ,সম্প্রতি ফটিকছড়া থেকে  পালসার বাইকটি চুরি হয় ।  গোপন সংবাদের ভিত্তিতে গোপাল নগরের প্রায়ত ননী গোপাল দেবনাথের বাড়ি থেকে বাইকটি উদ্ধার হয় এবং গ্রেফতার করা হয় চোর অসীম দেবনাথকে।এই চুরি কান্ডের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তাদের  গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। জানা যায় সিধাই থানাধীন গোপাল নগর এলাকার মৃত ননী গোপাল দেবনাথের ছেলে অসীম দেবনাথ বিভিন্ন গরু চুরি কান্ডের সঙ্গে যুক্ত। তাদের একটি চক্র রয়েছে। এই চক্রটিকে জালে তুলতে চেষ্টা করছে পুলিশ । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *