আগরতলা, ২ ডিসেম্বর : নিয়মিত স্টাইপেন্ড না পাওয়ায় সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কক্ষের সামনে বিক্ষোভে সামিল এসএফআই এর সদস্যরা। স্টাইপেন্ড থেকে বঞ্চিত ছাত্রদের ন্যায় বিচারের দাবিতে আজকের এই ধরনা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন পেশাদার বিষয়ে পড়াশোনার জন্য সংখ্যালঘু ছাত্রদের আর্থিক সহায়তার ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম হয়েছে। দপ্তর থেকে পাওয়া বিজ্ঞাপনে প্রত্যেক ছাত্র ৯০,০০০ টাকা করে দেওয়ায় কথা উল্লেখ করা ছিল। কিন্তু কিছু ছাত্রদের ৯০,০০০ টাকা এবং অন্যদের ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা। এতে ছাত্রদের মধ্যেই বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
এসএফআই এর জনৈক বিক্ষোভকারী জানিয়েছেন, স্টাইপেন সংক্রান্ত এই সমস্যা নিয়ে এসএফআই এর ছাত্ররা একাধিকবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছে। এই সমস্যার সমাধান ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হলেও কোনো ফল হয়নি। এমনটাই অভিযোগ করেন এসএফআই এর ছাত্ররা।
বারবার বলা সত্ত্বেও এই সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কক্ষের সামনে বিক্ষোভে বসেছে এসএফআই এর সদস্যরা। বঞ্চিত ছাত্রদের সঠিক পরিমাণ স্টাইপেন এর ব্যবস্থা করার দাবিতে আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এসএফআই এর বিক্ষোভকারীরা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে যদি ওই সমস্যা সমাধান না করা হয়, সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হবেন।