সম্ভল ও লখনউ, ২ ডিসেম্বর (হি.স.): এখনও পুরোপুরি শান্তি ফিরল না উত্তর প্রদেশের সম্ভলে। সোমবারও সম্ভলের শাহি জামা মসজিদের কাছে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এলাকায় থমথমে পরিবেশ রয়েছে।
এদিকে, সোমবারই সম্ভলে আসার কথা উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের। কিন্তু, পুলিশ তাঁকে সম্ভলে আসতে বারণ করেছে। এ প্রসঙ্গে অজয় রাই বলেছেন, “তাঁরা (পুলিশ) আমাকে একটি নোটিশ জারি করেছে এবং আমাকে বলেছে, আমার সফরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অবশ্যই, আমরা বিশৃঙ্খলা চাই না, কিন্তু শান্তি বিরাজ করুক। সেখানে পুলিশ ও সরকার যে নৃশংসতা ও অবিচার করেছে, আমি চাই আমার নেতৃত্ব তা জানুক। তাঁরা (পুলিশ) আমাকে নোটিশ দিলেও আমি শান্তিপূর্ণভাবে সেখানে যাব।”