আগরতলা, ২ ডিসেম্বর : বাধারঘাট এলাকায় স্কুলগুলির বেহাল অবস্থা। শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার মান ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে। পড়াশুনা লাটে উঠছে। স্কুলগুলিতে প্রধান শিক্ষক বা শিক্ষিকা ছাড়াই পড়াশুনা চলছে। এদিকে বেশ কয়েকটি বিদ্যালয়ে বিষয় শিক্ষক না থাকাতে ছাত্রছাত্রীদের সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না।
এলাকাবাসীদের থেকে জানা গেছে, বাধারঘাটের চারপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শিক্ষক স্বল্পতা ও প্রধান শিক্ষক না থাকার ব্যাপারে স্থানীয় বিধায়ীকাকে জানিয়েও কোন লাভ হয়নি। খুবই কম সংখ্যায় শিক্ষকদের নিয়েই চলছে এই বিদ্যালয়গুলো।
বাধারঘাট এলাকায় স্কুলগুলির বেহাল অবস্থার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম এর পার্থ রঞ্জন সরকার বলেন, দিনের পর দিন শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকছে। শিক্ষকদের অভাবে ছাত্রদের শিক্ষা গ্রহণ বাধাপ্রাপ্ত হচ্ছে।
তিনি আরো বলেন, বাধারঘাট এলাকায় আনুমানিক ১৪ টি বিদ্যালয়ে আছে। এর মধ্যে বেশ কয়েকটিতে তিনি গিয়ে শিক্ষকদের সংখ্যা যাচাই করে দেখেছেন। স্থানীয় সূত্রে বিদ্যালয়গুলোর অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন।
পার্থ রঞ্জন সরকার এদিন রাজ্য সরকার সম্পর্কে বলেন, সরকার বেসরকারি বিদ্যালয়ের উন্নয়ন ঘটিয়ে অন্যান্য বিদ্যালয়গুলোকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছে। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, এলাকার বিধায়িকা যেন কাল ঘুম থেকে উঠে বিদ্যালয়গুলোর উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করেন এবং শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেন।
বিধায়িকা ১৪ বাধারঘাট এলাকার বিদ্যালয়গুলোতে পরিদর্শন করলেই শিক্ষা ব্যবস্থার অবনতি সম্পর্কে বুঝতে পারবেন। বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যবস্থা অতিসত্বর গ্রহণ করা জরুরি বলে জানিয়েছেন পার্থ রঞ্জন। তাই তিনি মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলার জন্য বিধায়িকার নিকট আবেদন জানান।