নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ক্ষুব্ধ উদ্ধব ঠাকরের শিবিরের নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি চিঠি লিখেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে। বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসা ও অত্যাচারের ঘটনায় সোমবার প্রিয়াঙ্কা চতুর্বেদী চিঠি লিখেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে।
চিঠিতে প্রিয়াঙ্কা উল্লেখ করেছেন, ক্রমবর্ধমান এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক কথা বলার অনুরোধ করছি। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের জন্য সম্ভাব্য উদ্ধার ও সহায়তার পাশাপাশি তাঁদের জীবন ও মর্যাদা রক্ষার বিষয়টিও বিবেচনা করা উচিত।