আগরতলা, ২ ডিসেম্বর : খোয়াই মহকুমার অন্তর্গত রতনপুরে গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ।গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজারের উপর গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ।
এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন খোয়াইয়ের এসডিপিও রঙ্গ দুলাল দেববর্মা এবং খোয়াই থানার ওসি সুবীর মালাকার, সেকেন্ড ওসি যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশবাহিনী এই গাঁজা গাছগুলি ধ্বংস করে। এদিন এছাড়া উপস্থিত ছিলেন মহিলা থানার ওসি মিনা দেববর্মা, বাইজাল বাড়ি আউটপুষ্টের ওসি, সুভাষ পার্ক আউট পোস্টের ওসি সহ অন্যান্যরা।