BRAKING NEWS

বিজেপি কার্যকর্তার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক, ধৃত দুই অভিযুক্ত

আগরতলা, ২ ডিসেম্বর : কমলাসাগর বিধানসভার এক বিজেপি কার্যকর্তার ঘরে বোমা বিস্ফোরণে আতঙ্কের পরিবেশ ওই এলাকার মিয়া পাড়ায়। পরিবারের কারও কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক ও পুলিশ বাহিনী। বাড়ির মালিক রাকেশ দেব-র অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিরা। তদন্তের মাধ্যমে কমলাসাগর মিয়া পাড়ায় বোমা হামলার ঘটনায় আকাশ দে ও বলরাম দত্ত নামের দুই যুবককে আটক করেছে মধুপুর থানার পুলিশ।

কমলাসাগর বিধানসভার অন্তর্গত চা বাগান এলাকার মিয়া পাড়ার বাসিন্দা রাকেশ দেব-র বাড়িতে সোমবার ভোর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ বোমা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা। এই ঘটনায় কমলাসাগর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই বিস্ফোরণে বাড়িতে উপস্থিত কারও কোনো ক্ষতি হয় নি। কিন্তু দুষ্কৃতীদের এইরূপ আক্রমণের কারণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

বাড়ির মালিক রাকেশ দেব অভিযোগ করেছেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে এই বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিরা। তিনি আরো বলেন, এই ধরনের বোমা সাধারণত বাংলাদেশে ব্যবহৃত হয়। আমাদের রাজ্যে এইসব বোমা তৈরি হয় না বলেই দাবি তাঁর। কিন্তু এই ঘটনার পেছনে কারা দায়ী, তা অনুমান করতে পারছেন না রাকেশ।

ঘটনার খবর পেয়ে রাকেশ দেবের বাড়িতে মধুপুর থানার ওসি সহ পুলিশ ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার ঘটনায় আকাশ দে ও বলরাম দত্ত নামের দুই যুবককে আটক করেছে মধুপুর থানার পুলিশ।

এদিকে, বিজেপি কার্যকর্তা হিসেবে পরিচিত রাকেশের বাড়ির অবস্থা পরিদর্শন করতে যান কমলাসাগর বিধানসভার বিধায়িকাও। তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, অল্পেতে রক্ষা পেয়েছে বাড়ির লোকজন। এই ধরনের ঘটনা যেভাবে আতঙ্কের সৃষ্টি করেছে, সেক্ষেত্রে এলাকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যাতে আগামীতে দুষ্কৃতীদের আক্রমণ ঠেকানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *