নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই সোমবার বিকেলে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এদিন বিকেলে তাঁর চেম্বারে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে লাভু শ্রী কৃষ্ণ দেবরায়ালু – টিডিপি, গৌরব গগৈ – কংগ্রেস, টি আর বালু – ডিএমকে, সুপ্রিয়া সুলে – এনসিপি, ধর্মেন্দ্র যাদব – এসপি, দিলেশ্বর কামাইত – জেডি (ইউ), অভয় কুশওয়াহা – আরজেডি, কল্যাণ ব্যানার্জি – তৃণমূল কংগ্রেস, অরবিন্দ সাওয়ান্ত – শিবসেনা (ইউবিটি) এবং কে রাধাকৃষ্ণন – সিপিআই(এম) বৈঠকে যোগ দিয়েছিলেন।
এই বৈঠক প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আজ স্পিকার (ওম বিড়লা)-এর সাথে বিভিন্ন দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কয়েকদিন ধরে সংসদে অচলাবস্থা বিরাজ করায় সবাই এতে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরাও বলেছি, সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা সংসদে নিজেদের মতামত প্রকাশ করতে আসেন। বিরোধীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়েছে।