আগরতলা, ২ ডিসেম্বর : বিশালগড় থানাধীন শীতলটিলা এলাকার বাসিন্দা সুখেন ভৌমিককে আজ নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানা যায় নি। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় থানা পুলিশ।
প্রসঙ্গত, বিশালগড় থানাধীন শীতলটিলা এলাকার বাসিন্দা সুখেন ভৌমিক। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার সকালে নিজ ঘরের বিছানায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পাশের জানালায় গামছা বাঁধা দেখতে পায়। সুখেন ভৌমিকের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
সুখেন ভৌমিকের জামাতা জানিয়েছেন, একসময় বিত্তশালী ব্যবসায়ী ছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা থাকায় ঘরে অসুস্থ অবস্থায় ছিলেন সুখেন ভৌমিক। আজ তাঁর কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর কথা ছিল। কিন্তু জামাতা সুখেন ভৌমিকের কাছে একাধিক বার ফোন করেও কোনো উত্তর পান নি। সাড়ে ৯ টা নাগাদ তিনি শ্বশুরবাড়িতে যান। গিয়ে দেখেন শ্বশুরের নিথর দেহ বিছানায় পড়ে আছে। মৃত্যুর কারণ কেউই এখনও বুঝতে পারে নি বলে জানান তিনি।
মৃতদেহ উদ্ধার করতে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবার দেখার বিষয় পুলিশি তদন্তে মৃত্যুর কারণ জানা যায় কি না।