BRAKING NEWS

পিএম স্বনিধি যোজনায় ভেন্ডরদের  ব্যাংকের মাধ্যমে লোন প্রদান অনুষ্ঠানে মেয়র

আগরতলা, ২ ডিসেম্বর : সোমবার বাধারঘাট মাতৃপল্লী এলাকায় প্রধানমন্ত্রী পিএম স্বনিধি যোজনায় ভেন্ডরদের  ব্যাংকের মাধ্যমে লোন প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। 

সাউথ জোনের পক্ষ থেকে আগরতলা বাধারঘাট মাতৃপল্লী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  স্ট্রীট ভেন্ডরদের আত্মনির্ভর করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পিএম স্বনিধি যোজনায়  ভেন্ডরদের   ব্যাংকের মাধ্যমে লোন প্রদান  কর্মসূচি সোমবার অনুষ্ঠিত হয় মাতৃপল্লী এলাকায়। এদিন এ উপলক্ষে এক স্বাস্থ্যশিবির আয়োজিত হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, কোভিড-১৯ মহামারিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে স্ট্রীট ভেন্ডররা আর্থিকভাবে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের কথা চিন্তা করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী পিএম স্বনিধি যোজনা নামে একটি স্কীম চালু করে। এই স্কীম হচ্ছে ভেন্ডরদের আর্থিক মানোন্নয়নের লক্ষ্যে স্কিম। এই স্কীমের মাধ্যমে স্ট্রীট ভেন্ডরদের দশ হাজার টাকা  জামানত মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই টাকা এক বছরের ভেতর ফেরত দিলে পরবর্তীতে কুড়ি হাজার টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয় এভাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত  ঋণ দেওয়ার সংস্থান রয়েছে এই স্কীমে।

১৮ নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত ‘স্ব-নিধি ভি স্বভিমান ভি পখোয়ারা’ এর পক্ষকাল ব্যাপী প্রচারনা অভিযানের অঙ্গ হিসেবে আজ দক্ষিণ জোনাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্রীট ভেন্ডরদের হাতে ঋণের চেক  তুলে দেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।  এই ঋণ প্রদানের পাশাপাশি স্ট্রীট ভেন্ডরদের জন্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী স্ট্রীট ভেন্ডরদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বন করার উদ্দেশ্যেই এই যোজনার সূচনা করেছেন। প্রধানমন্ত্রীর চিন্তাধারা কে মান্যতা দিয়ে আমরা আগরতলা পুর নিগম এলাকার স্ট্রীট ভেন্ডরদের আর্থিকভাবে আত্মনির্ভর করার লক্ষ্যে জামানত মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। রাজ্য সরকারের ঐকান্তিক ইচ্ছা সকলকে আত্মনির্ভর করার। শুধুমাত্র শহরাঞ্চলের  স্ট্রীট ভেন্ডরদেরই নয় পুর এলাকার প্রতিটি ভেন্ডারকেই এই সুযোগ প্রদান করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *