আগরতলা, ২ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি। আজ সমিতির তরফ থেকে আগরতলা বাংলাদেশ সহকারি হাই কমিশনার অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সদস্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমিতির এক মহিলা বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সনাতনী ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা অর্ত্যন্ত নিন্দনীয়। এটা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির জন্য বর্তমান বাংলাদেশ সরকার দায়ী। এরই প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারি হাই কমিশনার অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।
তাঁদের দাবি, অতিসত্বর চিন্ময় দাস প্রভুকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা প্রদান করা হোক। তাঁদের দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।
এদিকে ধর্মনগর দিঘীর পাড় নেতাজি মূর্তির পাদদেশে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুর অকারণে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।