নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): কৃষক আন্দোলন ঘিরে ফের অশান্তির আশঙ্কা রাজধানী দিল্লিতে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি)। লক্ষ্য, নতুন তিন কৃষি আইনের আওতায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত দাবিদাওয়াকে তুলে ধরা। সোমবার দুপুর ১২টায় শুরু হয় মিছিল। হেঁটে এবং ট্রাক্টরে চেপে আন্দোলনকারী কৃষকেরা এগিয়ে আসছেন সংসদ ভবনের উদ্দেশে।
আন্দোলনরত কৃষকরা তাঁদের বিভিন্ন দাবি নিয়ে দিল্লির দিকে মিছিল এগিয়ে আসছেন। এদিকে, নয়ডার দলিত প্রেরণা স্থলে পুলিশ ব্যারিকেডের উপর উঠে পড়েন আন্দোলনকারীরা। কৃষকদের বিক্ষোভের কারণে দিল্লি-উত্তর প্রদেশ চিল্লা সীমান্তে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এ বিষয়ে এডিসিপি ইস্টার্ন রেঞ্জ সাগর সিং কালসি বলেছেন, “আমরা প্রস্তুত রয়েছি।” নয়ডা এবং গ্রেটার নয়ডার মধ্যে রাস্তা অবরোধ করতে পুলিশ নয়ডার দলিত প্রেরণা স্থলে ব্যারিকেড বসিয়েছে।