ওল্ড ট্র্যাফোর্ড, ২ ডিসেম্বর (হি.স.): ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার রাতে লিগ ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইউনাইটেড। দুটি করে গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড ও ইয়োশুয়া জির্কজি।
আমুরির কোচিংয়ে ইপ্সউইচের সঙ্গে অমীমাংসিত থাকার পর, গত ইউরোপা লিগে গ্লিম্টকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তারা পেল টানা তৃতীয় জয়।
এই জয়ে লিগ টেবিলের চার ধাপ উঠে এল ইউনাইটেড, আপাতত নবম স্থানে আছে তারা। ১৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ১৯।
সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এভারটন।