নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বিজেপি মহারাষ্ট্রে পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে নির্মলা সীতারামন এবং বিজয় রূপানীকে। সোমবার বিজেপির তরফে অরুণ সিং জানান, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মহারাষ্ট্রে পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, তাঁদের দুজনকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করার পাশাপাশি বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। নির্মলা সীতারামন এবং বিজয় রূপানীর তত্ত্বাবধানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিধায়ক দলের পরিষদীয় নেতা নির্বাচন হবে ৪ ডিসেম্বর। উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, আজাদ ময়দানে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শপথ নেবে মহারাষ্ট্রের নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।