আগরতলা, ২ ডিসেম্বর: স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সরব হয়েছেন বনমিত্র কর্মীরা। আজ সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে ধর্ণা বসেছেন কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানা পুলিশ।
এদিন এক বনমিত্র কর্মী বলেন, ২০২১ সালে অগাস্ট মাসে বনদপ্তরে উদ্যোগে চুক্তিভিত্তিক বনমিত্র প্রকল্পে সারা রাজ্য থেকে ৭২০ কুড়িজন কর্মী নিয়োগ করা হয়েছে। তখন কর্মীদের বেতন ছিল যথাক্রমে ৩০০০ টাকা। তৎকালীন সময়ে তাদে বলা হয়েছিল বেতন ৩ হাজার টাকা হবে এবং সময় সাপেক্ষে তাদের কিছু একটা বেতন বৃদ্ধি পাবে। বর্তমানে তাদের বেতন ৪৮২০ টাকা হয়েছে। কিন্তু বনমিত্র কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ করা হয়নি। কিন্তু রাজ্য বনদপ্তরের উদ্যোগে পূর্বেই যখন তাদেরকে এই চাকুরী প্রদান করা হয় তাতে স্পষ্ট উল্লেখ ছিলো সেটা কখনোই অন্য প্রকল্পে নেওয়া যাবে না এমনকি স্থায়ীভাবে ও নিয়োগ করা যাবে না। তথাপিও বনমিত্র কর্মী সহ তাদের পরিবার সোমবার সকাল থেকে বনভোজনের মৌসুমে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যাই বিশালগড় থানার পুলিশ সহ টিএসআর বাহিনী। কিন্তু বনদপ্তরে কর্মীদের কোন আধিকারিকের দেখা নেই ঘটনাস্থলে। অন্যদিকে কোনরকম ঘোষণা ছাড়াই সিপাইজলা অভয়ারণ্যের মূল ফটকে বনভোজনের মরশুমে তালা ঝুলিয়ে দেওয়ায় বিপাকে পড়েছে পর্যটকরা।