নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং নেতা মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে সোমবার আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন আওয়াধ ওঝা। কেজরিওয়াল ও সিসোদিয়া তাঁকে এএপি-তে স্বাগত জানিয়েছেন। আম আদমি পার্টিতে যোগদানের বিষয়ে আওয়াধ ওঝা বলেছেন “রাজনীতিতে যোগ দিয়ে, আমাকে শিক্ষার জন্য কাজ করার সুযোগ দেওয়ায় অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়াকে ধন্যবাদ জানাই। শিক্ষা এমন একটি মাধ্যম যা পরিবার, সমাজ এবং দেশের আত্মা।”
তিনি আরও বলেছেন, “আজ আমার রাজনৈতিক ইনিংসের শুরুতে আমি আপনাদের সবার সঙ্গে একটি বিষয় ভাগ করে নিতে চাই, যদি আমাকে রাজনীতি ও শিক্ষার মধ্যে একটি বেছে নিতে হয়, তাহলে অবশ্যই শিক্ষাকে বেছে নেব। রাজনীতিতে যোগদানের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন আমার উদ্দেশ্য।”