BRAKING NEWS

২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের অবহেলায়, কেন্দ্রের অভিযোগ

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের উদাসীনতার কারণে পশ্চিমবঙ্গের ২০,০০০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য আর্থিক, চাকরি থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সোমবার এই উত্তর দিয়েছে।

উত্তরে জানানো হয়েছে, “১. কেন্দ্র সরকারের তথ্য মিত্র কেন্দ্র অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের কাজ বন্ধ করে রাজ্য সরকার বানিয়ে দেয় ‘বাংলা সহায়তা কেন্দ্র’।

২. ২০২০ সালের ১২ ই অক্টোবর রাজ্য সরকার জানিয়ে দেয় যে তথ্য মিত্র কেন্দ্রের মাধ্যমে আর কোন সাহায্য প্রদান করা হবে না।

৩. পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের রাজ্য সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের দায়ের করা মামলায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এফিডেফিট ফাইল করে জানিয়ে দেয় যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সাথে সহায়তায় এবং সামঞ্জস্য রেখে কাজ করতে বাধ্য, নচেৎ এহেন কাজ সম্পূর্ণরূপে অসংবিধানিক।

৪. ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত রাজ্যের ৫,৯৮৩ তথ্য মিত্র কেন্দ্র রাজ্য সরকার অসহযোগিতার কারণে বন্ধ হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *