নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লিতে। সোমবারও ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। দিন দিন ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি। সোমবার সকালে ঘন কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ। শীতের মধ্যেই এই বায়ুদূষণে হাঁসফাঁস করছেন রাজধানীর বাসিন্দারা।
ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ – সর্বত্রই এদিন সকালে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কমে যায়। তবে, দিল্লিতে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। দূষণ তো রয়েছেই, দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। দিল্লিতে এদিন সকালে বাতাসের গুণগতমান ছিল “খুব মন্দ” পর্যায়ে।